জয় জয় দুর্গে
অডিও
ভজনের কথা
- জয় জয় দুর্গে জয় ভবানী
- শম্ভবী শঙ্করী জয় ভবানী
- জয় জগদম্বে জয় মাঙ্গল্যে
- শম্ভবী শঙ্করী জয় ভবানী
- জয় জগজ্জননী মহা কালীকে
- শম্ভবী শঙ্করী জয় ভবানী।
ভজনের অর্থ
মা দুর্গার জয় হোক। তিনিই ভবানী ,শম্ভবী ,কালী; তিনি মঙ্গলময়ী জগজ্জননী।
ভিডিও
ব্যাখ্যা
জয় | জয় হোক। |
---|---|
দুর্গে | মা দুর্গা; আক্ষরিক অর্থ, যিনি দুর্গতি থেকে ত্রাণ করেন। দুর্গতিনাশিনী। |
ভবানী | মা দুর্গার অপর নাম। শিবকে বলা হয় ‘ভব’, তাই তাঁর পত্নী মাতা পার্বতীকে ভবানী বলা হয়। |
শম্ভবী | শিবের পত্নী |
শঙ্করী | মা দুর্গার অপর নাম। শঙ্করের পত্নী, তাই শঙ্করী। |
জগদম্বে | জগৎ + অম্বে (জগৎ + মাতা); অর্থাৎ জগতের মাতা। |
মাঙ্গল্যে | যিনি মঙ্গল করেন। |
জননী | মা |
মহাকালীকে | মা দুর্গার ভয়ঙ্করতম রূপ; তিনি আমাদের জীবন থেকে সকল অমঙ্গল দূর করেন। |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty